গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মহিষবাথান এলাকায় ট্রেনে কাটা পড়ে পোশাক কারখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত আবদুল কাইয়ুম (২৪) বগুড়ার আলমদিঘী থানার কুসন্তি মধ্যপাড়ার আমিনুর রহমান মৃধার ছেলে। উপপরিদর্শক কাইয়ুম আলী এ তথ্য জানান। কালিয়াকৈরে একটি পোশাক কারখানায় চাকরি করতেন আবদুল কাইয়ুম। গতকাল তিনি মহিষবাথান এলাকায় ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন। তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়।