নাটোরের বাগাতিপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই সার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে মালঞ্চি ও বিহারকোল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ইউএনও মারুফ আফজাল রাজনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মালঞ্চি বাজারের গারোদিয়া অ্যান্ড সন্সের মালিক সুভাশীষ গারোদিয়াকে ১০ হাজার টাকা এবং বিহারকোল এলাকার মেসার্স তুলসী ট্রেডার্সের মালিক শ্যামসুন্দর মোরকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।