স্বর্ণালংকার চুরির অপবাদ দিয়ে এক কিশোরকে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে। কুষ্টিয়ার কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল এবং কুমারখালী পৌরসভার তেবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল ওই কিশোরকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। নির্যাতনের শিকার কিশোর সজীব হোসেন (১৫) কুমারখালী পৌরসভার তেবাড়িয়ার মৃত আবুল কালাম আজাদের ছেলে। অভিযুক্তের নাম মো. মাজেদ প্রামাণিক। তিনি উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল এলাকার নিজাম প্রামাণিকের ছেলে এবং সৌদিআরব প্রবাসী। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গাছের ডাল দিয়ে সজীবকে পিটাচ্ছেন মাজেদ। সেটি ভেঙে গেলে ইট দিয়ে মারতে উদ্যত হচ্ছেন। ছেলেকে পেটানো দেখে মা আফরোজা আহাজারি করছেন। জানা গেছে, প্রায় ১৫ দিন আগে মাজেদের স্ত্রী রুমা খাতুনের প্রায় ১০-১২ লাখ টাকার স্বর্ণালংকার চুরি হয়। এ ঘটনায় সজীবের বিরুদ্ধে চুরির অপবাদ দিয়ে ১৮ আগস্ট বাড়ি থেকে তুলে নিয়ে গাছে বেঁধে নির্যাতন করে মাজেদ ও তার লোকজন। এরপর ২৩ আগস্ট সজীবের বাড়িতে গিয়ে ফের তাকে লাঠি দিয়ে পেটান মাজেদ। ২৯ আগস্ট এ ঘটনায় কুমারখালী থানায় লিখিত অভিযোগ দেন সজীবের মা আফরোজা খাতুন। সজীবের মা আফরোজা খাতুন বলেন, চুরির অপবাদ দিয়ে ছেলেকে মাজেদ ও তার লোকজন কয়েক দফা মারধর করেছে। আমাকেও গলাচেপে ধরে মারেছে। আমি থানায় অভিযোগ দিয়েছি। এখন তা তুলে নিতে হুমকি দিচ্ছে। এ বিষয়ে জানতে মাজেদের মুঠোফোনে কল করলে সেটি বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি। কুমারখালী থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান বলেন, ওই কিশোরের মা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত চলছে।
শিরোনাম
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী