নওগাঁর রানীনগর রেলওয়ে স্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে বাবু প্রামাণিক (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সকালে রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। বাবু প্রামাণিক নওগাঁ সদরের শিমুলিয়া উত্তরপাড়া গ্রামে বাসিন্দা। স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে বাবু প্রামাণিক স্ত্রীর সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হন। পরে পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর জানতে পারেন। রানীনগর রেলওয়ে স্টেশন মাস্টার আবদুল খালেক বলেন, তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে চিলাহাটি যাচ্ছিল।