ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নতুনভুক্ত মালিথীয়া গ্রামে আবদুল জলিল মোল্লা (৭০) নামের এক ব্যবসায়ীর পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। তিনি ওই গ্রামের মৃত জহর মোল্লার ছেলে। জলিল লাঙ্গলবাঁধ বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
আহতের পরিবার জানায়, বুধবার রাত ৮টার দিকে জলিল মোল্লা লাঙ্গলবাঁধ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাজার এলাকার সাঁকোর কাছে পৌঁছলে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা জলিল মোল্লাকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাতেই মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন। পায়ের রগ কেটে যাওয়ায় গতকাল সকালে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।