কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক কারবারিদের গুলিতে আহত হয়েছেন আবদুল হামিদ (৪০) নামে এক যুবক। তিনি সংস্থাটির সোর্স হিসেবে কাজ করতেন। গতকাল সকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের উকিলপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নুরুজ্জামান তাগাদগিরি (৪৫) নামের এক মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। কুষ্টিয়া মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক পারভিন আক্তার জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম বলেন, ‘গুলিবিদ্ধ হয়ে আবদুল হামিদ নামে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি এখনো শঙ্কামুক্ত নন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’