দেশের চার জেলায় দেশি অস্ত্র ও মাদকসহ সাতজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিনিধিদের পাঠানো খবর-
লক্ষ্মীপুর : পৌর শহরে সাবেক এক সেনা কর্মকর্তার বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশি অস্ত্র ও ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার রাতে পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের কর্নেল (অব.) মজিদের বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন কর্নেল মজিদের ভাতিজা আহমেদ আল মারুফ প্রকাশ রবিন (৩৪), আহমেদ আল আকাশ ও পৌর শহরের বাঞ্চানগর গ্রামের তোফায়েল আহমেদের ছেলে এহসান আহমেদ (২৪)। কক্সবাজার : টেকনাফে শুক্রবার রাতে ইয়াবা বিক্রির সময় শাশুড়ি ও স্ত্রীসহ এক যুবককে আটক করেছে বিজিবি। তারা হলেন সাবরাং কচুবুনিয়া এলাকার ইসমাইলের ছেলে আবুল কালাম (২৭), আচারবুনিয়ার কামালের স্ত্রী মাহমুদা (৪০) ও তার মেয়ে ইসরাত জাহান (১৬)। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান (পিএসসি) এ তথ্য জানান। গোপালগঞ্জ : সদরে ৪৮৫ পিস ইয়াবাসহ তুরজাউন মোল্লা (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। শেরপুর : নালিতাবাড়ীতে ২৯৭ বোতল ভারতীয় মদসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে শহরের বাস স্টেশন এলাকা থেকে এসব মদ জব্দ করা হয়।