কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলায় পৃথক অভিযানে ট্যাপেন্টাডল গ্রুপের টাপাল নামীয় ১৭৮ পিস ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা, ৬১ হাজার ৩৪০ টাকাসহ তিনটি মোবাইল উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম ইউনিট। এ সময় মোস্তফা (১৯) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। বৃহস্পতিবার রাতে রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধীনস্ত দুটি দল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা এ অভিযান চালায়।