টাঙ্গাইলের মির্জাপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার উত্তর পেকুয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- উত্তর পেকুয়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে রনি মিয়া (২৪) ও সখিপুর উপজেলার বহুরিয়া গ্রামের মহর আলী মিয়ার ছেলে মো. সজীব (২০)। এসআই মোকলেছুর রহমান জানান, গ্রেপ্তারদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।