জাতীয়তাবাদী কৃষকদল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌর এলাকার নারায়নপুর ফায়ার সার্ভিস মাঠে ৫নং, ৬নং ও ৭ নং ওয়ার্ডের উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
নবীনগর পৌর কৃষকদলের আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও পৌর কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন খাঁনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক কে.এম. মামুনুর অর রশিদ।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ মহানগর কৃষকদলের সদস্য মো. কামাল হোসেন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের সদস্য সচিব মো. জিল্লুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মো. আল আমিন, নবীনগর উপজেলা কৃষকদলের আহ্বায়ক হাজী মোহাম্মদ জহিরুল হক জরু মিয়া, সদস্য সচিব মো. আনোয়ার হোসেন বাবুল, নবীনগর পৌর কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন মুছা, যুগ্ম আহ্বায়ক আব্দুল মহাসিন। এসময় উপস্থিত ছিলেন মোস্তফা কামাল দুলাল, মো. সেলিম মিয়া, মো. বায়েজিদ ইসলাম, সোহাগ খাঁন, মো. মরম আলী প্রমুখ।
বিডি প্রতিদিন/নাজিম