সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শুরুতেই দেশের পুঁজিবাজারে বড় উত্থানের ঢেউ দেখা গেছে।
রবিবার (৩ আগস্ট) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) উভয় বাজারেই অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। সূচকগুলোয় দেখা গেছে বড় উত্থান।
বিশেষ করে বস্ত্র খাতের শেয়ারগুলোর দাপট ছিল চোখে পড়ার মতো। লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ডিএসইতে তালিকাভুক্ত ৫৮টি বস্ত্র কোম্পানির মধ্যে ৫৫টির শেয়ারের দাম বেড়েছে। এই খাতের নেতৃত্বে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এক ঘণ্টায় প্রায় ১০০ পয়েন্ট বেড়ে যায়।
সকাল ১১টা ২ মিনিট পর্যন্ত ডিএসইএক্স সূচক ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৮৭৩ পয়েন্টে। একই সময়ে ডিএসই-৩০ সূচক ৩৮ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ্ সূচক ২৩ পয়েন্ট বেড়েছে। লেনদেনেও এসেছে গতি। প্রথম ঘণ্টায় ডিএসইতে ৪২১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময় পর্যন্ত বাজারে অংশ নেওয়া ২৭৭টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ৫৯টির কমেছে এবং ৫৪টির কোনো পরিবর্তন হয়নি।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ২১৮ পয়েন্ট বেড়েছে। সেখানে লেনদেন হয়েছে ২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার। দাম বেড়েছে ৬৩টির, কমেছে ৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ