কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আট কেজি গাঁজা ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ধরলা ব্রিজের পাশে চেকপোস্টে যতীন্দ্রনারায়ণ এলাকার মাদক কারবারি চান মিয়াকে (৫৫) আটক করা হয়। এর আগে মোটরসাইকেলের সিটের নিচে ফিটিং করা অবস্থায় চার কেজি গাঁজাসহ শফিকুল ইসলাম (৩৯) নামে আরেক কারবারিকে আটক করা হয়।