ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় রতন শেখ (৪২) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সদরের সিঅ্যান্ডবি ঘাট এলাকায় মদনখালী ডকইয়ার্ড-সংলগ্ন পদ্মা নদীতে শনিবার রাত ৮টার দিকে তার লাশ পাওয়া যায়। রতন অম্বিকাপুর ইউনিয়নের চুনাঘাটা বেড়িবাঁধ এলাকার ওসমান বিশ্বাসের ডাঙ্গী গ্রামের নওয়াব আলীর ছেলে। তিনি ছাগল বিক্রির ব্যবসা করতেন। মৃতের স্ত্রী শিখা বেগম জানান, তার স্বামীকে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি ফোন করে ডেকে নেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার থানায় জিডি করা হয়েছিল।
ঝিনাইদহে শ্রমিকের অর্ধগলিত লাশ : ঝিনাইদহ প্রতিনিধি জানান, সদর উপজেলার বিষয়খালী বাজার থেকে তরিকুল ইসলাম (৩৭) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ভাড়া বাসার দরজা ভেঙে গতকাল লাশটি পাওয়া যায়। তরিকুল গার্মেন্ট শ্রমিকের কাজ করতেন। তিনি পার্শ্ববর্তী কেশবপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, এক সপ্তাহ ধরে তরিকুলের খোঁজ ছিল না। গতকাল তার স্ত্রীর তালাকনামা বাড়িতে পৌঁছালে তরিকুলের খোঁজাখুজি শুরু হয়। পরে ভাড়া বাড়িতে গিয়ে পরিবারের সদস্যরা দেখতে পায় লাশ বিছানার ওপর পড়ে আছে। সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, তাদের ধারণা এক সপ্তাহের বেশি আগে তিনি মারা গেছেন। শরীরের চামড়াও পচে গেছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। থানা সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর জিডির অনুসন্ধানকালে পুলিশ জানতে পারে সিঅ্যান্ডবি ঘাটের মদনখালী ডকইয়ার্ড-সংলগ্ন নদীতে এক ব্যক্তির লাশ ভাসছে। রাতেই পুলিশ লাশ উদ্ধার করে। শিখা বেগম উদ্ধার লাশ তার স্বামীর বলে শনাক্ত করেন। কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়েছে।