জয়পুরহাটে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত এসব ঘটনা ঘটে। জানা যায়, পাঁচবিবি উপজেলার উচাই বাজারে ঝড়ে ভেঙে পড়া আম গাছের নিচে চাপা পড়ে সজল মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি আটাপুর গ্রামের লাল মিয়ার ছেলে। পাঁচবিবি থানার ওসি ময়নুল হোসেন জানান, ঝড়বৃষ্টি শুরু হলে আটাপুর রাস্তার মোড়ে টিনের ছাপরার নিচে থাকা ভ্যানে সজলসহ কয়েকজন আশ্রয় নেন। তীব্র ঝড়ে একটি বিশাল আম গাছ ভেঙে পড়লে বাকিরা বের হতে পারলেও সজল চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এদিকে, ক্ষেতলাল উপজেলার গোপালপুরে বজ্রপাতে জসিম উদ্দিন (২৫) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। অপরদিকে, আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।