নোয়াখালী ও জামালপুরে সড়ক দুর্ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে মারা গেছেন আরও তিনজন। প্রতিনিধিদের পাঠানো খবর-
নোয়াখালী : কোম্পানীগঞ্জে পৃথক স্থানে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় ইয়াসিন (৭) ও শাহাদাত হোসেন তামিম (৮) নামে দুই শিশু শিক্ষার্থী নিহত হয়েছেন। সুইচ ও চুকানী এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে।
জামালপুর : বকশীগঞ্জ উপজেলার সীমারপাড় জেলখানা রোডে গতকাল ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় তানহা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে কাভার্ড ভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে মাসুদ রানা (২৮) নামে এক মোটরসাইকেল চালক মারা গেছেন।
সিরাজগঞ্জ : উল্লাপাড়ায় সিএনজির ধাক্কায় মারা গেছেন ননী সেখ (৩০)।
সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্টাক চাপায় মারা গেছেন মহিদুল শেখ (২৪)।