ঠাকুরগাঁওয়ে ফিল্মি কায়দায় অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল জেলা পরিষদ পার্কসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন সদর উপজেলার হাজীপাড়ার মৃত লুৎফর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩২) ও বালিয়াডাঙ্গী উপজেলার মৃত জলিল উদ্দিনের ছেলে হাসিবুল ইসলাম (৩৫)। ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রফিকুল ও হাসিবুলকে আটকের চেষ্টা করে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পরে তল্লাশি চালিয়ে ৭০০ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। জেলা গোয়েন্দা শাখার এসআই শাহরিয়ার সরকার বলেন, ‘আমরা দুজনকে আটক করেছি।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’