রাজশাহী, নোয়াখালী ও চট্টগ্রামে পানিতে ডুবে তিনজন মারা গেছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর-
রাজশাহী : মহানগরীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পাশের বড় পুকুরে ডুবে শাহনেওয়াজ শাহরিয়া সূর্য (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। সূর্য নগরীর বোয়ালিয়া থানার বালিয়াপুকুর এলাকার ইসহাক আলীর ছেলে ও শিরোইল স্কুলের দশম শ্রেণির ছাত্র। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শাহরিয়া সূর্য তার তিন বন্ধুর সঙ্গে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পশ্চিম পাশে বড় পুকুরে গোসল করতে নামে। কিন্তু সাঁতার না পারায় সূর্য ডুবে যায়। ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নোয়াখালী : সোনাইমুড়ীতে নৌকা ডুবে আদিবা ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার বজরা ইউনিয়নের পূর্ব চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আদিবা ওই গ্রামের সাইফুল ইসলাম সুমনের মেয়ে ও বজরা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
চট্টগ্রাম : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরের পানিতে ডুবে তাহেরা বেগম (২৫) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। উপজেলার দক্ষিণ ফুলবাগিচা এলাকায় গতকাল এ ঘটনা ঘটে। তাহেরা ওই এলাকার নবাব শাহের মেয়ে।