সুনামগঞ্জের মধ্যনগরে পানিতে ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। উপজেলার পিঁপড়াকান্দা ও বংশিকুন্ডা এলাকা থেকে গতকাল তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ঘিলাচৌকা গ্রামের বিলকিস আক্তার (৩০) ও তার মেয়ে বিথী (৩) এবং বড়খাপন ইউনিয়নের দুর্লভপুর গ্রামের শামছুন্নাহার বেগম (৭০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের নওনাগর গ্রামের একটি ডুবন্ত রাস্তা পার জওয়ার সময় পানিতে তলিয়ে যায় বিধবা বিলকিস আক্তার ও তার মেয়ে বিথী। পরদিন সকালে এক পথচারী তাদের লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়দের খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। তারা সুনামগঞ্জের আলমপুর ও আশপাশ এলাকায় ভিক্ষা করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ছাড়া গতকাল সকালে স্বরসতীপুর থেকে একটি নৌকা করে প্রায় ৩০ জন যাত্রী নিয়ে মধ্যনগরের উদ্দেশে রওনা হয়। পথে পিঁপড়াকান্দা ব্রিজের নিচে স্রোতে নৌকাটি ডুবে যায়। নৌকার সব যাত্রীরা সাঁতরে তীরে উঠলে শামছুন্নাহার নিখোঁজ ছিলেন। পরে স্থানীয়রা তল্লাশি চালিয়ে তার লাশ উদ্ধার করেন। মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান, পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।