চুয়াডাঙ্গায় পৃথক দুটি হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। তারা হলেন-আলমডাঙ্গার স্বাধীন আলী (৩৪), আশিকুর রহমান আশিক (২৪) ও জীবননগরের জমির উদ্দিন (৪৫)। গতকাল চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের জমির উদ্দিন ২০২২ সালের ১৬ জুন পূর্ববিরোধের জের ধরে গ্রামের মৃত রমজান আলীর ছেলে বাবলু রহমানকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেন। ওই মামলায় জমির উদ্দিনকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়।
এ ছাড়া আলমডাঙ্গার কামাল হোসেন হত্যা মামলায় স্বাধীন ও আশিকুর রহমান আশিক ওরফে বাদশাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।