দিনাজপুরে পাট খেতে, নোয়াখালী ও বগুড়ায় নদীর পাড় থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
দিনাজপুর : খানসামায় পাট খেত থেকে গতকাল দেলোয়ার হোসেন (৬০) নামে এক ভুট্টা ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি মাড়গাঁও গ্রামে। পরিবারের সদস্যরা জানান, সোমবার বিকালে দেলোয়ার ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হন। ওসি নজমূল হক জানান, মৃত্যুরহস্য উদঘাটনে তদন্ত চলছে। নোয়াখালী : কোম্পানীগঞ্জ থেকে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার মুছাপুর ইউনিয়নে বামনী নদীর পাড়ে কচ্ছপের খামারের পাশে গতকাল লাশটি পাওয়া যায়। পুলিশ ও স্থানীয়রা জানান, লাশ পড়ে থাকতে দেখে লোকজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ জানান। বগুড়া : ধুনটের সদরপাড়া গ্রামে ইছামতী নদীর তীরে গাছে ঝুলন্ত অবস্থায় গতকাল লালন প্রমাণিক (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।