মণি ফকির। নিজের কোনো জমি না থাকায় ২০০৭ সালে তার মাথা গোঁজার ঠাঁই মেলে সরকারি ঘরে। মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নে চর দক্ষিণপাড়ায় রাস্তার পাশে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘরে কেটেছে তার পরিবারের ১৮টি বছর। বর্তমানে এখানকার ঘরগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। পাকা মেঝে ভেঙে গেছে। টিনের চালা মরিচা ধরে ছিদ্র হয়ে গেছে। লোহার অন্য সরঞ্জামেও ধরেছে মরিচা। বৃষ্টি হলেই ফুটো চাল চুইয়ে পানি পড়ে। বর্ষা মৌসুমে প্রায়ই নির্ঘুম রাত কাটে মণির পরিবারের। সত্তোর্ধ্ব ফুলমতির ঘরেরও একই অবস্থা। সম্প্রতি রাতের বৃষ্টিতে তার ঘরের মেঝে পুরো কাদা হয়ে গেছে। পরদিন রোদ উঠলে ঘরের টুকিটাকি জিনিসপত্র শুকাতে দেন তিনি। বাসিন্দারা জানান, শুধু মণি ফকির আর ফুলমতির ঘরই নয়, এ প্রকল্পের জরাজীর্ণ ঘরে বসবাস করছে ৯০টি পরিবার। সংস্কারের অভাবে ঘরগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। মেরামতের কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। আতঙ্কে দিন কাটছে বসবাসকারী পরিবারগুলোর। তাদের দাবি, এখানে এমন কোনো ঘর নেই যে বৃষ্টি হলে ভিতরে পানি না পড়ে। কেউ কেউ ঘরের চালার সঙ্গে পলিথিন দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছেন। অন্যত্র যাওয়ার মতো কোনো অবস্থা না থাকায় বাধ্য হয়ে ভাঙাচোরা ও অস্বাস্থ্যকর এসব ঝুঁকিপূর্ণ ঘরে বসবাস করছেন তারা। সরেজমিন দেখা গেছে, ইট-বালু-খুঁটির ওপর লোহার সঙ্গে থাকা টিন মরিচা ধরে খসে পড়ায় ঘর থেকেই আকাশ দেখা যায়। কোনোমতে পাটখড়ি ও পলিথিনের জোড়াতালি দিয়ে থাকছেন বসবাসকারীরা। ব্যারাকগুলো দ্রুত মেরামতের জন্য আশ্রয়ণ প্রকল্পের লোকজন সরকারের কাছে দাবি জানিয়েছেন। ইউএনও ওয়াদিয়া শাবাব বলেন, ‘আমি কুনিয়ার আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো পরিদর্শন করেছি। আপাতত এসব ঘরের জন্য কোনো বরাদ্দ নেই। ওপর মহলে চিঠি দেওয়া হয়েছে। অর্থ বরাদ্দ পেলে ঘরগুলো মেরামত করা যাবে। দু-চারটা ঘরের টিন নষ্ট হলে আমিই ব্যবস্থা করতে পারতাম। কিন্তু ওখানের প্রায় সব ঘরের একই অবস্থা। তাই কিছুটা সময় লাগবে।’
শিরোনাম
- চিকিৎসকদের নিয়ে বক্তব্য : দুঃখ প্রকাশ করলেন আসিফ নজরুল
- ড্র দিয়ে মৌসুম শুরু করল চেলসি
- ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোয় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত
- মহাখালীর ফিলিং স্টেশনের আগুন নিয়ন্ত্রণে
- বগুড়ায় ডোবা থেকে পরিত্যক্ত ৬ গ্রেনেড উদ্ধার
- করতোয়া নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু
- ছিনতাই করে পালালেও শেষ রক্ষা হয়নি
- বাউবিতে হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু
- বড়াইগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- সিংড়ায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- জামালপুরে সানন্দবাড়ী ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধন
- বগুড়ায় বিএডিসির অনিয়মিত শ্রমিকদের কর্মবিরতি
- বগুড়ায় আল-আমিন হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
- পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে লেনদেন বাড়ল
- ৮৩ আসনের সীমানা পরিবর্তনে আবেদন পড়েছে ১৭৬০টি
- ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ অক্টোবরে শেষের আশা প্রসিকিউশনের
- পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাব প্রধান বিচারপতির
- দীর্ঘ বিরতির পর বিটিভিতে ফিরলো ‘নতুন কুঁড়ি’
- কলাপাড়ায় চিরকুট লিখে দর্জির আত্মহত্যার অভিযোগ
- সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
মাদারীপুরে কুনিয়া আশ্রয়ণ প্রকল্প
জরাজীর্ণ ঘরে দুর্বিষহ দিন
বেলাল রিজভী, মাদারীপুর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর