মণি ফকির। নিজের কোনো জমি না থাকায় ২০০৭ সালে তার মাথা গোঁজার ঠাঁই মেলে সরকারি ঘরে। মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নে চর দক্ষিণপাড়ায় রাস্তার পাশে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘরে কেটেছে তার পরিবারের ১৮টি বছর। বর্তমানে এখানকার ঘরগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। পাকা মেঝে ভেঙে গেছে। টিনের চালা মরিচা ধরে ছিদ্র হয়ে গেছে। লোহার অন্য সরঞ্জামেও ধরেছে মরিচা। বৃষ্টি হলেই ফুটো চাল চুইয়ে পানি পড়ে। বর্ষা মৌসুমে প্রায়ই নির্ঘুম রাত কাটে মণির পরিবারের। সত্তোর্ধ্ব ফুলমতির ঘরেরও একই অবস্থা। সম্প্রতি রাতের বৃষ্টিতে তার ঘরের মেঝে পুরো কাদা হয়ে গেছে। পরদিন রোদ উঠলে ঘরের টুকিটাকি জিনিসপত্র শুকাতে দেন তিনি। বাসিন্দারা জানান, শুধু মণি ফকির আর ফুলমতির ঘরই নয়, এ প্রকল্পের জরাজীর্ণ ঘরে বসবাস করছে ৯০টি পরিবার। সংস্কারের অভাবে ঘরগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। মেরামতের কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। আতঙ্কে দিন কাটছে বসবাসকারী পরিবারগুলোর। তাদের দাবি, এখানে এমন কোনো ঘর নেই যে বৃষ্টি হলে ভিতরে পানি না পড়ে। কেউ কেউ ঘরের চালার সঙ্গে পলিথিন দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছেন। অন্যত্র যাওয়ার মতো কোনো অবস্থা না থাকায় বাধ্য হয়ে ভাঙাচোরা ও অস্বাস্থ্যকর এসব ঝুঁকিপূর্ণ ঘরে বসবাস করছেন তারা। সরেজমিন দেখা গেছে, ইট-বালু-খুঁটির ওপর লোহার সঙ্গে থাকা টিন মরিচা ধরে খসে পড়ায় ঘর থেকেই আকাশ দেখা যায়। কোনোমতে পাটখড়ি ও পলিথিনের জোড়াতালি দিয়ে থাকছেন বসবাসকারীরা। ব্যারাকগুলো দ্রুত মেরামতের জন্য আশ্রয়ণ প্রকল্পের লোকজন সরকারের কাছে দাবি জানিয়েছেন। ইউএনও ওয়াদিয়া শাবাব বলেন, ‘আমি কুনিয়ার আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো পরিদর্শন করেছি। আপাতত এসব ঘরের জন্য কোনো বরাদ্দ নেই। ওপর মহলে চিঠি দেওয়া হয়েছে। অর্থ বরাদ্দ পেলে ঘরগুলো মেরামত করা যাবে। দু-চারটা ঘরের টিন নষ্ট হলে আমিই ব্যবস্থা করতে পারতাম। কিন্তু ওখানের প্রায় সব ঘরের একই অবস্থা। তাই কিছুটা সময় লাগবে।’
শিরোনাম
- হাবিপ্রবিতে ‘কম্পিউটেশন অ্যান্ড ম্যাটেরিয়াল সায়েন্স’ শীর্ষক কর্মশালা
- আড়াইহাজারে এক দিনে ১০ হাজার গাছের চারা বিতরণ
- শেখ রেহানার স্বামী-দেবরের জমিসহ ১০ তলা ভবন ক্রোকের নির্দেশ
- সিলেট সীমান্তে ফের ৮০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
- তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধ
- আলেমদের আগামী দিনে জাতির নেতৃত্ব দিতে হবে: ধর্ম উপদেষ্টা
- সেই সহকারী কমিশনার তাপসী তাবাসসুম চাকরিচ্যুত
- মিয়ানমারকে হারিয়ে এশিয়ান কাপে এক পা বাংলাদেশের
- কেউ কেউ বুঝে অথবা না বুঝে হাসিনার ষড়যন্ত্রে পা দিয়েছে : দুদু
- ইসরায়েলের নতুন হামলা বন্ধে লেবাননকে যে শর্ত দিল আমেরিকা
- সংসদ নির্বাচনে ইসিকে ৪.৮ মিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান
- নেতানিয়াহুর মৃত্যু অনিবার্য, ইরানি জেনারেলের হুঙ্কার
- স্ত্রী-সন্তানকে মাসে ৪ লাখ রুপি দিতে হবে, শামিকে আদালতের নির্দেশ
- বগুড়ায় বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে র্যালি ও আলোচনা সভা
- ৩৩ ডেপুটি জেলারকে একযোগে বদলি
- শেরপুর আদালত প্রাঙ্গনে গাছ: ক্লান্ত বিচারপ্রার্থীদের শান্তির পরশ
- সাবেক সিইসি নূরুল হুদার জামিন নামঞ্জুর
- ইসরায়েলের গণহত্যায় সহায়তা করছে মাইক্রোসফট-অ্যামাজনসহ বহু প্রতিষ্ঠান
- বৃন্দাবন কলেজে ফের বাস সার্ভিস চালুর দাবিতে স্মারকলিপি
- রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন আবারও পেছাল
মাদারীপুরে কুনিয়া আশ্রয়ণ প্রকল্প
জরাজীর্ণ ঘরে দুর্বিষহ দিন
বেলাল রিজভী, মাদারীপুর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর