ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে। এ কারণে তিন দিন ধরে মহাসড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এতে এক ধরনের অচলাবস্থা সৃষ্টি হয়েছে। বিশেষ করে বৃহস্পতি ও শুক্রবার মুষলধারে বৃষ্টিপাত হওয়ায় বিশ্বরোড মোড়, গোলচত্বরসহ বিভিন্ন স্থানে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। পরিবহনের চালক, হাইওয়ে পুলিশ ও যাত্রীরা বলছেন, আশুগঞ্জের গোলচত্বর এলাকার বিভিন্ন অংশে খানাখন্দে পানি ভরা থাকছে। এখানে যানবাহন ধীরে চলে আবার কখনো আটকে যায়। এ ছাড়া সরাইলে বিশ্বরোড মোড়েও সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে গাড়ি ধীরগতিতে চলা ও আটকে যাওয়ার কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে হাজার হাজার যাত্রী ও পরিবহন চালককে। সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয়রা জানান, আশুগঞ্জ নৌবন্দর থেকে সরাইল বিশ্বরোড মোড় হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০ দশমিক ৫৮ কিলোমিটার মহাসড়কে উন্নয়ন কাজ ২০১৭ সাল থেকে ধীরগতিতে চলছে। ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান ‘এফকনস ইনফ্রাস্ট্রাকচার’ এ কাজের তদারকি করছে। নানান কারণে মাঝে কয়েক দফায় কাজ বন্ধ ছিল। এ কারণে সরাইল বিশ্বরোড মোড়সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে ছোটবড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহনগুলো ধীরগতিতে চালাতে হচ্ছে। প্রায় প্রতিদিনই সেখানে যানজট লেগে থাকে। ১৯ ও ২০ মে সেখানে প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দেয়। তবে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক দিদারুল আলমের সহযোগিতায় বুধবার গোলচত্বর এলাকার মেরামত কাজ শুরু হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান সড়ক সংস্কার করে দিলে পরিস্থিতি কদিন স্বাভাবিক ছিল। তবে বুধবার সকাল থেকে মহাসড়কের উভয় পাশে অন্তত ৩০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সড়কে কাভার্ড ভ্যান উল্টে যানজটের সূত্রপাত হয়। বৃহস্পতিবার সকালে যানজট শুরু হয়। একপর্যায়ে সেটি ১৫ কিলোমিটার ছাড়িয়ে যায়। প্রায় এক মাস ধরে সড়কে এমন অবস্থা বিরাজ করছে। গত দুই দিনের বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মামুন রহমান বলেন, দীর্ঘ যানজট সৃষ্টি হলে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান এফকনসের কর্মকর্তাদের সঙ্গে কথা বললে তারা কিছু গর্ত ভরাট করে দেন। বৃষ্টির কারণে এখন আবার সেগুলো আগের অবস্থায় চলে গেছে। এ কারণে বুধবার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাতে যানজট না থাকলেও বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি হওয়ার পর আবার যানজট দেখা দেয়। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন বলেন, আশুগঞ্জ-আখাউড়া চার লেন প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান দিয়ে সড়কে বিশ্বরোডের বিভিন্ন অংশ মেরামত করা হয়েছে। বৃষ্টির কারণে সমস্যা হচ্ছে। যানজট নিরসনে প্রশাসনের পাশাপাশি থানা ও হাইওয়ে পুলিশ কাজ করছে।
শিরোনাম
- নিম্নচাপের প্রভাবে প্লাবিত সুন্দরবন, ক্ষতির আশঙ্কা নেই
- নওগাঁয় ট্রাকের ধাক্কায় হেলপার নিহত, আহত চালক
- লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধা নিহত, আহত ৪
- খাগড়াছড়িতে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ৪
- ফরিদপুরে টি-টেন ক্রিকেটে কুষ্টিয়া চ্যাম্পিয়ন
- মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালকের সঙ্গে হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
- ইতালির রাস্তায় ভেঙে পড়ল বিমান
- নাসার চাকরি ছাড়ছেন ২০ শতাংশ কর্মী
- ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ক্যাবিনেট মন্ত্রী ও এক-তৃতীয়াংশ এমপির চাপ
- সিরিয়ায় মার্কিন অভিযান, দুই ছেলেসহ শীর্ষ আইএস নেতা নিহত
- ফ্যাসিবাদের মাথা চলে গেলেও ষড়যন্ত্র রয়ে গেছে: আব্দুস সালাম
- মাইলস্টোন ট্র্যাজেডি: আরও একজনের মৃত্যু
- অনাহারে দিন পার করছে গাজার এক তৃতীয়াংশ মানুষ: জাতিসংঘ
- আজ স্টিভ জবসের মেয়ের রাজকীয় বিয়ে, খরচ কত জানেন?
- ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- শ্যামপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ৩
- ভিয়েতনামে বাস উল্টে শিশুসহ নিহত ১০, আহত ১২
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৬ জুলাই)
- বদলে যাচ্ছে কারাগার
- বাংলাদেশের কাছে হেরে পাকিস্তান দলে ফিরলেন বাবর-রিজওয়ান
ঢাকা-সিলেট মহাসড়ক
গর্ত খানাখন্দ, দীর্ঘ যানজট
ভোগান্তি হাজারো মানুষের
মোশাররফ হোসেন বেলাল, ব্রাহ্মণবাড়িয়া
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর