দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা দেশের পুলিশমন্ত্রী সেনজো ম্যাখুনুকে সাময়িক বরখাস্ত করেছেন। বিভিন্ন অপরাধী সিন্ডিকেটের সঙ্গে যোগসাজশের অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি তদন্তেরও ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট।
ম্যাখুনুর অবর্তমানে আইনের অধ্যাপক ফিরোজ চাচালিয়াকে ভারপ্রাপ্ত পুলিশমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।
দেশবাসীর উদ্দেশে দেওয়া এক ভাষণে রামাফোসা বলেন, এসব অভিযোগের জরুরি এবং সামগ্রিক তদন্ত হওয়া প্রয়োজন। এ জন্য শিগগিরই একটি বিচারিক কমিশন গঠন করা হবে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত রবিবার ম্যাখুনুর বিরুদ্ধে কোয়াজুলু-নাতাল প্রদেশের পুলিশ কমিশনার নাহ্লানাহ্লা ম্যাখোয়ানাজির অভিযোগের পর রামাফোসা এই পদক্ষেপ নেন। রামাফোসার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) অন্যতম জ্যেষ্ঠ নেতা হচ্ছেন ম্যাখুনু।
বিডি প্রতিদিন/এএম