গাজীপুরের শ্রীপুরে এক বিএনপি নেতার বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাত দল ওই বাড়ি থেকে নগদ ১০ লাখ টাকা, স্বার্ণালংকার ও জমির দলিল লুট করে নিয়ে গেছে। শুক্রবার রাতে শ্রীপুর পৌরসভার মধ্যে ভাংনাহাটি আফাজ উদ্দিন মণ্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। পুলিশ ও ভুক্তভোগী আফাজ উদ্দিন বলেন, প্রায় ২৫ জনের একদল ডাকাত গ্রিল কেটে দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির সবার হাত-পা মুখ বেঁধে ফেলে। এরপর ঘরে থাকা নগদ ১০ লাখ টাকা, দশ ভরি স্বর্ণালংকার ও জমির দলিল লুট করে নিয়ে চলে যায়। শ্রীপুর থানার ওসি আবদুল বারিক বলেন, ‘ঘটনাটি ডাকাতি না অন্য কোনো বিরোধ রয়েছে পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে।’