সড়ক দুর্ঘটনায় রংপুর ও দিনাজপুরে দুই ভাইসহ চার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ছাড়া বরিশাল, চট্টগ্রাম ও টাঙ্গাইলে চারজনের মৃত্যু হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
রংপুর : কাউনিয়া উপজেলায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার মধ্য রাতে উপজেলার মীরবাগ ধর্ম্মেশ্বর মহেশা বিজলের ঘুন্টি বুড়াইল ব্রিজ সংলগ্ন রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সঞ্জয় চন্দ্র (২৭) ও বেলাল হোসেন (৪০)।
দিনাজপুর : জেলায় সড়ক দুর্ঘটনায় মোরসাইকেল আরোহী দুজন নিহত হয়েছেন। রবিবার রাতে বীরগঞ্জ-পীরগঞ্জ আঞ্চলিক সড়কের কাহারোল উপজেলার ডাবর ইউনিয়নের বুড়িরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, আরিফুল ইসলাম (২৮) ও সাইদুর রহমান। দুর্ঘটনায় আহত ব্যক্তি পীরগঞ্জ উপজেলার বৈরতপুর গ্রামে ফিরোজুল ইসলাম (৪৫)। নিহতরা সম্পর্কে খালাতো ভাই।
বরিশাল : বরিশাল নগরীতে যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল অরোহী দুই ঠিকাদার নিহত হয়েছেন। গতকাল বিকালে নগরীর সিএন্ডবি এক নম্বর পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নগরীর মাহবুবুর রহমান (৬০) ও ইমরান হোসেন (৪০)।
চট্টগ্রাম : নগরীর কোতোয়ালি থানার রিয়াজুদ্দিন বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় নাসির উদ্দিন (৬২) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। রবিবার রাতে চৈতন্য গলির রাস্তার পাশে এ দুর্ঘটনা ঘটে। নাসির গাটিয়াডেঙ্গা এলাকার বাসিন্দা।
টাঙ্গাইল : ঘাটাইলে পরীক্ষা শেষ বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় আল আমিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।