সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে ঝিনাইদহের মহেশপুরে চলছে মাটি কাটার মহোৎসব। এতে নষ্ট হচ্ছে ফসলি জমি। মাটিবোঝাই ভারী ট্রাক্টর চলাচল করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ সড়কগুলো। কোনো প্রশিক্ষণ ছাড়া অপ্রাপ্তবয়স্করা এসব ট্রাক্টর চালানোয় সড়ক দুর্ঘটনার আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। মাটিখেকোদের হাত থেকে রক্ষা পাচ্ছে না ফসলি জমি, উঁচু ভিটা, কিংবা জলাশয়। ভেকু মেশিন দিয়ে গভীর করে মাটি কাটায় তিন ফসলি কৃষিজমি পরিণত হচ্ছে পুকুর, ডোবায়। ভাঙনের হুমকিতে পাশের জমি, বসতবাড়ি। উপজেলার চারটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে পান্তাপাড়া, নাটিমা, যাদবপুর, বাঁশবাড়িয়ার গাড়াপোতায় অবাধে কাটা হচ্ছে মাটি। এ ছাড়া প্রশাসনের অনুমতি ছাড়াই বিভিন্ন এলাকায় খনন করা হচ্ছে পুকুর। বাগানমাঠ গ্রামের মন্টু মিয়া জানান, মাটিবোঝাই ট্রাক্টর রাস্তা দিয়ে চলাচলের কারণে গ্রামীণ সড়ক যেমন নষ্ট হচ্ছে তেমন বৃষ্টি হলেই সড়ক পিচ্ছিল হয়ে ঘটছে দুর্ঘটনা। পান্তাপাড়ার আলমগীর হোসেন জানান, অপ্রাপ্তবয়স্কদের দিয়ে ট্রাক্টর চালাচ্ছেন মাটি ব্যবসায়ীরা, যাদের কোনো ড্রাইভিং প্রশিক্ষণও নেই। ফলে সড়কে চলাচল করতে গিয়ে শিক্ষার্থীসহ পথচারীরা থাকেন আতঙ্কে। বাগানমাঠ গ্রামের বাসিন্দা মাটি ব্যবসায়ী মুকুল মিয়া বলেন, ‘আমরা বাঁশবাড়িয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা শফিউদ্দিনের সঙ্গে কথা বলেই মাটি কাটার কাজ শুরু করেছি।’ তিনি আরও বলেন, রাস্তা সবার জন্য, মাটিবোঝাই ট্রাক্টর রাস্তায় চললে মাটি পড়াটা স্বাভাবিক। পান্তাপাড়া গ্রামের মাটি ব্যবসায়ী সুমন বলেন, ‘আমি প্রশাসনের সঙ্গে কথা বলে মাটি কাটতে এসেছি।’ বাঁশবাড়িয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা শফিউদ্দিন বলেন, ‘এ ইউনিয়নে অবৈধভাবে মাটি তোলা হচ্ছে কি না আমার জানা নেই। খোঁজখবর করে ব্যবস্থা নেওয়া হবে।’ মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা খাতুন বলেন, ‘কোথাও মাটি কেটে বিক্রি করা হচ্ছে এমন তথ্য থাকলে আমাকে জানাবেন। তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’
শিরোনাম
- এক লাখ শিক্ষক নিয়োগ, প্রার্থীদের জন্য এনটিআরসিএ’র সুখবর
- তালেবান সরকারকে প্রথম দেশ হিসেবে রাশিয়ার স্বীকৃতি দেয়া নিয়ে যা বলল চীন
- যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন কোর্টে হাজিরা দিতে গিয়েও বহু প্রবাসী গ্রেফতার
- দেবাশিস চক্রবর্তীর আঁকা পোস্টারে ফুটে উঠবে জুলাই’র অনিবার্যতা : উপদেষ্টা আসিফ
- ৬ মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ হাজার ৭৭৮ জনের : সেভ দ্য রোড
- সিকৃবিতে শহীদ স্মরণে ‘জুলাই ৩৬ গেইট’ উদ্বোধন
- বিদেশি পর্যটকদের জন্য জাতীয় উদ্যানের প্রবেশ ফি বাড়ানোর নির্দেশ ট্রাম্পের
- গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ, লুকিয়ে দাফনের সময় পুলিশের হানা
- বোমার আঘাতে ১০ বার গৃহহারা, শেষ আশ্রয়েই খুন হন বাবা ও ভাই
- জাবি ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি প্রদান
- এখন অনলাইনেও দান করা যাবে পাগলা মসজিদে
- ধামরাইয়ে নাচের কারণে কনের বিয়ে ভাঙার সংবাদটি সত্য নয়
- পাকিস্তানে ভবন ধসে প্রাণ গেল ৫ জনের
- দলের কেউ অপরাধ করলেই ব্যবস্থা নেবে বিএনপি: রিজভী
- প্রথম নারী সভাপতি পেতে পারে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি
- জাবি ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি প্রদান
- ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২০৪
- তিব্বত ইস্যুতে ভারতকে নাক গলাতে মানা করল চীন
- পুতিনের সঙ্গে ফোনালাপে ইউক্রেন বিষয়ে অগ্রগতি হয়নি : ট্রাম্প
- টাঙ্গাইলে ১০ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত