মুন্সিগঞ্জে জমির বিরোধকে কেন্দ্র করে চারজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল সকালে সদর থানা পঞ্চসার ইউনিয়নের মালির পাথর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ওই এলাকার জুয়েল (৪০), মোহাম্মদ রাফি (২৬), প্রান্ত (৩০) ও গিয়াস উদ্দিন (৬৫)। আহতদের মধ্যে দুজন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মালির পাথর এলাকার গিয়াস উদ্দিন ও সফি উদ্দিনের মধ্যে জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গতকাল জমি মাপার কাজ করছিল উভয় পক্ষ। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ওসি সাইফুল ইসলাম জানান, মালির পাথর এলাকার জুয়েল একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।