কুমিল্লা বিসিক শিল্পনগরীর মূল সড়ক প্রায় দুই বছর ধরে জলাবদ্ধ। ড্রেনের পানিতে সড়কটি ডুবে থাকে। নোংরা পানি মাড়িয়ে সবাইকে চলাচল করতে হচ্ছে। এ ছাড়া বিসিকে প্রবেশের অন্য তিনটি সড়কও ভাঙাচোরা। বিসিকের শ্রমিকদের ভাষায়, ড্রেনগুলো যেন ডোবা হয়ে আছে! সারা বছরই বিসিক এলাকায় বর্ষাকাল থাকে! এক যুগ ধরে সড়ক ও ড্রেনের জলাবদ্ধতার সমস্যা লেগে আছে। এতে ব্যাহত হচ্ছে শিল্পপ্রতিষ্ঠানগুলোর উৎপাদন কার্যক্রম। ভোগান্তিতে পড়ছেন ব্যবসায়ী, কর্মকর্তা-কর্মচারী, গাড়িচালক, পথচারী ও স্থানীয়রা। বাড়ছে উৎপাদন খরচ। বিসিক সূত্র জানান, ৫৪ দশমিক ৩৫ একর ভূমিতে গড়ে ওঠে কুমিল্লা বিসিক শিল্পনগরী। এখানে ১৪১টি শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে ১৩০টি উৎপাদনে রয়েছে। গত অর্থবছরে প্রায় ৬০০ কোটি টাকার পণ্য উৎপাদন করা হয়েছে। ভাঙা সড়ক ও জলাবদ্ধতার কারণে দেশের বিভিন্ন স্থান থেকে আসা মালবাহী পরিবহনকেও নানান সমস্যার সম্মুখীন হতে হয়। পড়তে হয় দুর্ঘটনার কবলে। সরেজমিনে দেখা যায়, বিসিক কার্যালয়ের একটু পুবে ড্রেনের পানিতে মূল সড়ক ডুবে আছে। এ ময়লাপানি মাড়িয়ে নারী-পুরুষ শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে যাচ্ছেন। এ ছাড়া বিসিকে প্রবেশের ১, ২ ও ৩ নম্বর সড়ক ভেঙে আছে। মনে হয় প্রত্যন্ত কোনো গ্রামীণ সড়ক। পাকা সড়ক দীর্ঘদিন সংস্কার না করায় তা মাটির সড়কে রূপ নিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, সড়কটি ২০-২৫ বছর আগে সংস্কার করা হয়েছিল। এ সড়কের শেষ মাথায় ময়নামতি প্রেসের সামনের ড্রেন ডোবা হয়ে আছে। পাবন কোম্পানির সামনেরও একই অবস্থা। সেখানে কচু গাছ জন্মে পরিত্যক্ত স্থানে রূপ নিয়েছে। বিছমিল্লাহ মুড়ি মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. মেহেদী হাসান বলেন, ‘বিসিকের সড়ক-ড্রেনের অবস্থা খুবই নাজুক। মানুষের ধারণা জন্মেছে বিসিক একটা জলাবদ্ধ এলাকা। ব্যবসায়ীরা এখানে আসতে চান না। এখানের ব্যবসার অবস্থাও ভালো নয়। আমরা জলাবদ্ধতার কারণে অনেক কষ্ট পাচ্ছি। এ পরিস্থিতির উন্নতি চাই।’ এ ছাড়া তিনি বর্জ্যনিষ্কাশনেরও দাবি জানান। খন্দকার ফুড ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ খন্দকার বলেন, ‘কুমিল্লা বিসিক দেশের প্রাচীন প্রতিষ্ঠানের একটি। এখানে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। বিসিকের ১, ২ ও ৩ নম্বর গেটের সড়কের অবস্থা খারাপ। সড়কে পানি থাকায় আটা, ভুসির ক্রেতা আসেনি।’ কুমিল্লা বিসিকের উপমহাব্যবস্থাপক মো. মুনতাসীর মামুন বলেন, ‘নগরীর বিভিন্ন অঞ্চলের পানি বিসিক শিল্পনগরী হয়ে নামে। পানিনিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বিসিক এলাকার রাস্তার কাজ অধিকাংশ সম্পন্ন করা হয়েছে। জাইকার সহযোগিতায় একটি ড্রেনের কাজ চলমান রয়েছে। সিটি করপোরেশনের সহযোগিতায় বড় ড্রেনটির কাজ করা গেলে জলাবদ্ধতার সমস্যা কমে যাবে।’
শিরোনাম
- এক লাখ শিক্ষক নিয়োগ, প্রার্থীদের জন্য এনটিআরসিএ’র সুখবর
- তালেবান সরকারকে প্রথম দেশ হিসেবে রাশিয়ার স্বীকৃতি দেয়া নিয়ে যা বলল চীন
- যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন কোর্টে হাজিরা দিতে গিয়েও বহু প্রবাসী গ্রেফতার
- দেবাশিস চক্রবর্তীর আঁকা পোস্টারে ফুটে উঠবে জুলাই’র অনিবার্যতা : উপদেষ্টা আসিফ
- ৬ মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ হাজার ৭৭৮ জনের : সেভ দ্য রোড
- সিকৃবিতে শহীদ স্মরণে ‘জুলাই ৩৬ গেইট’ উদ্বোধন
- বিদেশি পর্যটকদের জন্য জাতীয় উদ্যানের প্রবেশ ফি বাড়ানোর নির্দেশ ট্রাম্পের
- গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ, লুকিয়ে দাফনের সময় পুলিশের হানা
- বোমার আঘাতে ১০ বার গৃহহারা, শেষ আশ্রয়েই খুন হন বাবা ও ভাই
- জাবি ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি প্রদান
- এখন অনলাইনেও দান করা যাবে পাগলা মসজিদে
- ধামরাইয়ে নাচের কারণে কনের বিয়ে ভাঙার সংবাদটি সত্য নয়
- পাকিস্তানে ভবন ধসে প্রাণ গেল ৫ জনের
- দলের কেউ অপরাধ করলেই ব্যবস্থা নেবে বিএনপি: রিজভী
- প্রথম নারী সভাপতি পেতে পারে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি
- জাবি ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি প্রদান
- ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২০৪
- তিব্বত ইস্যুতে ভারতকে নাক গলাতে মানা করল চীন
- পুতিনের সঙ্গে ফোনালাপে ইউক্রেন বিষয়ে অগ্রগতি হয়নি : ট্রাম্প
- টাঙ্গাইলে ১০ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত