গাইবান্ধার গোবিন্ধগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় রেজাউল করিম রফিক (৫৬) নামে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শুক্রবার রাতে উপজেলার বাগদা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রফিক গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। তিনি কাটাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, ২০২২ সালে গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই মামলার আসামি রফিক।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বাগদা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।