নাঙ্গলকোটে এক গৃহবধূকে শিকল দিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ ও চুল কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর করা মামলায় মূল হোতা ইমাম হোসেনকে (২৪) গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। মামলার এজাহারে বলা হয়, পূর্বশত্রুতার জেরে বৃহস্পতিবার মধ্যরাতে ইমামসহ অজ্ঞাত দুজন দেশীয় অস্ত্র, লোহার শিকল, তালাসহ গৃহবধূর বসতঘরে ঢোকেন। এরপর ওড়না দিয়ে গৃহবধূর মুখ বেঁধে ফেলেন। একপর্যায়ে শিকল দিয়ে হাত-পা বেঁধে মুখোশ পরা একজন তাকে ধর্ষণ করেন এবং অন্যজন তার মাথার চুল কেটে দেন।
ভুক্তভোগী গৃহবধূ বলেন, নির্যাতন শেষে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও দলিলপত্র লুট করে নিয়ে যায় তারা। যাওয়ার সময় ঘরে থাকা জামাকাপড়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় ইমাম হোসেন বারবার জাহিদুল্লাহর নাম উচ্চারণ করেন। পুলিশ জানায়, শুক্রবার রাতে মূল হোতাকে গ্রেপ্তার করা হয়েছে।