সাপ্তাহিক ছুটির দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) চত্বরে আয়োজিত পক্ষকালব্যাপী সুবর্ণজয়ন্তী উৎসব ও বৈশাখী মেলায়। গতকাল দুপুরের পর থেকে অনেকেই মেলায় পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসতে দেখা যায়। দেশের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক দর্শনার্থী এ উৎসবে আসেন। ছুটির দিন উপলক্ষে মেলায় আয়োজন করা হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
১৪ এপ্রিল সোমবার সাংস্কৃতিকবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইলিয়া সুমনা এ মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।