চরম গরমে ক্লাসরুম ঠান্ডা রাখার অভিনব পন্থা নিয়েই বিতর্কে জড়ালেন দিল্লির লক্ষ্মীবাঈ কলেজের অধ্যক্ষ। পরীক্ষামূলকভাবে ক্লাসরুমের দেওয়ালে গোবরের প্রলেপ দেওয়ার সিদ্ধান্তে উত্তাল হয়ে উঠেছে কলেজ প্রাঙ্গণ। ঘটনাটি সামনে আসতেই ছড়িয়েছে তীব্র বিতর্ক ও প্রতিবাদ।
জানা গেছে, কলেজের অধ্যক্ষ নিজেই উদ্যোগ নিয়ে ক্লাসরুমে গরুর গোবর লেপে দেওয়াল ঠান্ডা রাখার চেষ্টা করেন। তার দাবি, এটি একটি প্রাকৃতিক ও পরিবেশবান্ধব উপায়, যা ঘরের তাপমাত্রা কমাতে সাহায্য করে।
তবে এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হন কলেজের ছাত্রছাত্রীরা। শিক্ষিকার সঙ্গে বিতণ্ডায় জড়ান কলেজ ছাত্র সংসদের সভাপতি। এরপর ক্ষোভে ফেটে পড়ে একদল শিক্ষার্থী। প্রতিবাদ হিসেবে তারা অধ্যক্ষের ঘরে গিয়েও গোবর লেপে দেন!
এই ঘটনায় কলেজে চরম উত্তেজনা ছড়ায়। অনেকেই প্রশ্ন তুলেছেন, আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ‘অবৈজ্ঞানিক ও অনুন্নত’ পদ্ধতির প্রয়োগ কতটা গ্রহণযোগ্য। অন্যদিকে, কেউ কেউ এই উদ্যোগকে পরিবেশবান্ধব বলে সমর্থনও করছেন।
কলেজ কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি না এলেও, গোটা ঘটনার তদন্তের দাবি তুলেছেন অভিভাবক ও ছাত্রছাত্রীরা।
এই ঘটনা ঘিরে সামাজিক মাধ্যমেও শুরু হয়েছে তুমুল আলোচনা—কেউ বলছেন ‘দেশীয় প্রযুক্তির অপমান’, কেউ বলছেন ‘অতিরিক্ত গরমে বেপরোয়া সিদ্ধান্ত’। এখন দেখার বিষয়, এই বিতর্কে কলেজ কত দ্রুত সমাধানে পৌঁছায়।
বিডি প্রতিদিন/মুসা