হবিগঞ্জের চুনারুঘাটে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই রুয়েল মিয়া (২৪) খুন হয়েছেন অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ছোট ভাই জসিম মিয়াকে (২২) আটক করেছে পুলিশ। রুয়েল উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দৌলতখা আবাদ গ্রামের আবু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত বুধবার বিকালে বড় ভাই রুয়েল মিয়া একটি গাছ কেটে বাড়ির সামনে রাখেন। সেই গাছের অংশ ব্যবহার করে জসিম টিউবওয়েলের চারপাশে বেড়া তৈরি করতে যান। এ নিয়ে দুই ভাইয়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জসিম গাছের ডাল দিয়ে রুয়েলের ঘাড়ের পেছনে সজোরে আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি। ওসি নুর আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত জসিমকে আটক করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।