বরগুনায় বাসচাপায় তিন ভাই নিহত হয়েছেন। এছাড়া লক্ষ্মীপুরে হাসপাতালে যাওয়ার পথে মা-ছেলে, খুলনায় বৃদ্ধ এবং নাটোর ও গাইবান্ধায় দুজনের মৃত্যু হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
বরগুনা : পাথরঘাটা উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন ভাই নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার সোনারবাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা এলাকার নাসির খানের ছেলে নাঈমুজ্জামান শুভ (২২), মোহাম্মদ শান্ত (১৪) ও মোহাম্মদ নাদিম (৮)। পাথরঘাটা থানার ওসি মেহেদী বলেন, পাথরঘাটা থেকে রাজিব পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে বাসচাপায় যূথী আক্তার (২০) ও তার দেড় বছর বয়সি ছেলে সিয়াম নিহত হয়েছেন। নিহতের স্বামী কুয়েত প্রবাসী শরিফ হোসেনসহ আরও তিনজন আহত হন। গতকাল সকালে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার রাতে সদর উপজেলার কাচারিবাড়ি এলাকায় শাহী পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দিলে দুর্ঘটনাটি ঘটে। খুলনা : খালিশপুরে বাসের ধাক্কায় রুস্তম আলী হাওলাদার (৮৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার মুজগুন্নি নেছারিয়া মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাটোর : লালপুর উপজেলায় ঈদের বাজার নিয়ে বাড়ি ফেরার পথে প্রাইভেট কারের ধাক্কায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী মাইদুল ইসলাম (৩৫)। গাইবান্ধা : সাদুল্লাপুরে ট্রাক্টর ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মুসা মিয়া (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।