চাঁদপুরে জমে উঠেছে ঈদবাজার। বিভিন্ন বিপণিবিতান এখন ক্রেতার পদচারণে মুখর। ক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় এবার দাম বেশি। বিক্রেতাদের দাবি, কেনা দাম বেশি তাই বাড়তি দরে বিক্রি করতে হয়। ক্রেতাবিক্রেতার নিরাপত্তায় গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে কয়েক স্তরে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ব্যবসায়ী সফিউল্যাহ ও রিয়াদ ফেরদৌস বলেন, রমজানের শেষ দিকে এসে জমে উঠেছে চাঁদপুরের ঈদবাজার। পছন্দের পোশাক কিনতে ক্রেতারা চষে বেড়াচ্ছেন ছোট-বড় বিপণি বিতানগুলো। ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখে বাহারি নকশার পসরা সাজিয়েছেন দোকানিরা। নতুন পোশাকের মধ্যে লেডিস- সায়রা, নায়রা, গায়রা ও আলীফ লায়লা। পুরুষের পাঞ্জাবির মধ্যে- সিকোয়েন্স, এককালা, বাচ্চাদের- মটকা, রাজশাহী সিল্ক অন্যতম।