মাদারীপুরের শিবচরের ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজে উচ্চমাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। কলেজ ক্যাম্পাসে গতকাল এ মানববন্ধনে অংশ নেন সহস্রাধিক শিক্ষার্থী। শিবচর উপজেলার দত্তপাড়া ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ এ ২০১৭ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষার কেন্দ্র স্থাপিত হয়। দূর-দূরান্তের শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্র হয় এখানে।
সম্প্রতি পরীক্ষাকেন্দ্র এই কলেজ থেকে সরিয়ে শিবচরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তারা আরও জানান, এই কলেজে ফরিদপুরের ভাঙ্গা, সদরপুর, মাদারীপুরের রাজৈর, টেকেরহাটের শিক্ষার্থীই বেশি। বিশেষ করে মেয়ে শিক্ষার্থী। শিবচরে গিয়ে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের জন্য কষ্টকর। কেন্দ্র সরিয়ে শিবচরে নিলে সময় ব্যয় হবে, আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হবেন।