চুয়াডাঙ্গার জীবননগরে রাজ রকি (৩২) নামে এক যুবকের পায়ুপথ থেকে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। জব্দ স্বর্ণের ওজন ৭২৮ দশমিক ৯৬ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৮৭ লাখ ৪৮ হাজার ৬৮০ টাকা। সোমবার সন্ধ্যায় জীবননগর থানা মোড় থেকে তাকে আটক করা হয়। ৫৮-বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সূত্রে খবর পেয়ে জীবননগরের গয়েশপুর গ্রামের রেজাউল হক লিটনের ছেলে রাজ রকিকে আটক করা হয়। পরে জীবননগর বিজিবি ক্যাম্পে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে তার পায়ুপথ থেকে টেপ প্যাঁচানো দুটি পোটলায় ছয়টি স্বর্ণের বার উদ্ধার হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।