দশ বছর পর আবারও কোপা দেল রে-র ফাইনালে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে হারিয়ে বার্সেলোনা দ্বিতীয় দল হিসেবে নিশ্চিত করেছে প্রতিযোগিতাটির ফাইনাল।
বার্সা-আতলেতিকোর প্রথম লেগটা ৪-৪ গোলের রোমাঞ্চকর এক ড্র দেখেছিল। তবে দ্বিতীয় লেগে ফেরান তরেসের একমাত্র গোলেই ফাইনালে উঠেছে বার্সেলোনা। সেভিয়ায় অনুষ্ঠিত হবে শিরোপার লড়াই। হানসি ফ্লিকের দল এখন সম্ভাব্য তিনটি মেজর শিরোপা জয়ের লক্ষ্যে এগোচ্ছে ভালোভাবেই।
আতলেতিকো মাদ্রিদের জন্য সময়টা ভালো যাচ্ছে না। দুই দলের ৪-৪ গোলে ড্র হওয়া প্রথম লেগের পর তারা পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র একটি জিতেছে, সেটাও চ্যাম্পিয়ন্স লিগে টাইব্রেকারে হেরে বিদায় নেওয়ার ম্যাচ। লা লিগায় তারা শীর্ষস্থান থেকে নয় পয়েন্ট পিছিয়ে পড়েছে। এখন কোপা দেল রে থেকেও তাদের বিদায় নিশ্চিত হলো।
ম্যাচের শুরুতে দুই দলই আক্রমণাত্মক খেলছিল। লামিন ইয়ামাল ও মার্কোস ইয়োরেন্তে দুই প্রান্ত দিয়ে আক্রমণ করছিলেন। তবে ধীরে ধীরে বলের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। মিডফিল্ডে পেদ্রি ও ফ্রেঙ্কি ডি ইয়ং দারুণ ছন্দে খেলছিলেন। ফেরমিন লোপেজও আক্রমণে কার্যকর ছিলেন।
প্রথমার্ধে ফেরান তোরেসের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। লামিন ইয়ামালের পাস থেকে তিনি বল পেয়ে হুয়ান মুসোকে পরাস্ত করেন। এরপর রাফিনহা বেশ কয়েকটি সুযোগ পেলেও গোল করতে পারেননি।
দ্বিতীয়ার্ধে আতলেতিকো মাদ্রিদ বেশ কিছু পরিবর্তন এনে আক্রমণ বাড়ানোর চেষ্টা করে। আঁতোয়ান গ্রিজমানের শট পোস্টের বাইরে যায়, আর আলেক্সান্দার সরলথ সহজ সুযোগ নষ্ট করেন। এরপর বার্সেলোনা রক্ষণ সামলে খেলে এবং প্রতিপক্ষকে সুযোগ দিতে চায়নি।
শেষ দিকে সরলথ গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। আতলেতিকো বারবার চেষ্টা করলেও বার্সেলোনা লিড ধরে রেখে জয় পায়। উঠে যায় ফাইনালে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ