গাজীপুরের কালিয়াকৈরে একটি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন হলেন অটোরিকশাচালক ওবায়দুল (৩০)। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি। তাদের মধ্যে এক নারী। তার বয়স আনুমানিক ৫০ বছর। অন্য নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর। কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন।