সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে অভিযোগের সত্যতা যাচাই করার সময় ৯ মার্চ সাংবাদিকের ওপর হামলার ঘটনার চার দিন পর গতকাল দুই সাংবাদিকের বিরুদ্ধে কোনো তদন্ত না করেই সাতক্ষীরা সদর থানার ওসি মামলা নিয়েছেন। স্থানীয় সাংবাদিক মহল এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
সাতক্ষীরা শহরের নারকেলতলার বেসরকারি হাসপাতাল ট্রামা সেন্টারে তথ্য সংগ্রহের সময় হাসপাতালের পরিচালক ডা. হাফিজউল্লাহ ও তার স্টাফরা বাংলাদেশ প্রতিদিনের সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মনিরের ওপর হামলা চালায়। ওসি শামিনুল হককে কোনো তদন্ত ছাড়া মামলা নেওয়ার সুযোগ রয়েছে কি না এমন প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারিনি। পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, সাংবাদিকরা যাতে হয়রানির শিকার না হন সেদিকে খেয়াল রাখা হবে।