বান্দরবানে দলবেঁধে ধর্ষণের মামলায় চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেবুন্নাহার আয়শা এ রায় ঘোষণা করেন। পাশাপাশি তাদের ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দেন বিচারক। সাজাপ্রাপ্তরা হলেন- মো. রাশেদ (২৩), কায়ছার (২২), ওমর ফারুক (১৮) ও হানিফ। জানা যায়, ২০২১ সালের ২ ফেব্রুয়ারি বিয়ের আশ্বাসে এক কিশোরীকে আমিরাবাদ এলাকায় নিয়ে আসেন রাশেদ। পরে পাহাড়ি পথে বান্দরবান সদর উপজেলার ভাগ্যকুলে নিয়ে যায়। সেখানে উৎপেতে থাকা বাকিরা ওই কিশোরীকে পালক্রমে ধর্ষণ করে।
হত্যার পর গুমের চেষ্টা যাবজ্জীবন : মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, জেলার লৌহজং উপজেলায় এক নারীকে হত্যা করে লাশ গুমের চেষ্টার অভিযোগে হাবিবুর রহমান মিজি (৩৫) নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। মিজি টঙ্গীবাড়ী উপজেলার উত্তর কুরমিরা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।