দেশের গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়া। এই রুটে চলাচলরত ফেরিগুলোয় ফের সক্রিয় হয়ে উঠেছে জুয়াড়ি চক্র। আর এই জুয়ায় প্রতিদিন সর্বস্বান্ত হচ্ছে কয়েক শ যাত্রী। জুয়া খেলার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কয়েকটি চক্র গ্রুপে বিভক্ত হয়ে ফেরিতে রাতে এসব জুয়ার আসর বসায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, পদ্মায় চলাচলরত একটি ফেরিতে জুয়ার আসর বসেছে। জুয়ার আসরে ১৫ থেকে ২০ জন রয়েছেন। আলো জ¦ালিয়ে তিন তাস খেলছেন জুয়াড়িরা। খোঁজ নিয়ে জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২ শতাধিক দূরপাল্লার নৈশকোচসহ ছোট-বড় প্রায় ২ হাজার যানবাহন ও অসংখ্য যাত্রী নৌপথ পাড়ি দেয়। জুয়ার ফাঁদে পড়ে অনেক যাত্রী নগদ টাকা, মোবাইল খোয়াচ্ছেন। ভুক্তভোগী বা যে কেউ প্রতিবাদ করলে তাদের মারধর করা হয়। গতকাল সকালে দৌলতদিয়ার প্রান্তে অন্তত ১০ জন যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে জুয়ার আসর চলে আসছে। মাঝে মাঝে বন্ধ হয়। কিছুদিন বন্ধ থাকার পর আবার চালু হয়। একটি প্রভাবশালী চক্র জুয়াড়িদের নিয়ন্ত্রণ করে। ফরিদপুর অঞ্চলের নৌপুলিশের পুলিশ সুপার আবদুল্লাহ আরেফ বলেন, ‘দৌলতদিয়া ফেরিঘাটে চাঁদাবাজি, বালু উত্তোলন, ছিনতাই নিয়ে গত মাসের শেষ সপ্তাহে একটি সভায় ব্যাপক আলোচনা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। তবে আমাদের জনবল ও লজিস্টিক স্বল্পতা রয়েছে।’