ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান মিঠু মালিথা ভারতে পালিয়েছেন। তাকে পালিয়ে যেতে সহযোগিতা করার অভিযোগ উঠেছে মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে। এ নিয়ে সমালোচনা শুরু হলে নড়েচড়ে বসে জেলা বিএনপি। এ ঘটনায় গঠন করা হয়েছে তদন্ত কমিটি। রবিবার রাতে ঝিনাইদহ বিএনপির সহদপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটির ব্যাপারে জানানো হয়। অভিযুক্ত বিএনপি নেতা জিয়াউর রহমান জিয়া জানান, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সঠিক নয়।