চুয়াডাঙ্গায় অপরিচ্ছন্ন পরিবেশে ও যথাযথ কর্তৃপক্ষের সনদ ছাড়া সেমাই তৈরি করায় মেসার্স হক ব্রাদার্স নামে একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এ তথ্য জানান।