নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের একটি ফ্যাক্টরিতে ঝুটের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ১ ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। গতকাল সকালে আদমজী ইউএইচএম লিমিটেড নামের একটি গার্মেন্টের ঝুটের গোডাউনে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ওই ঝুটের গোডাউনের পেছনের অংশে হঠাৎ করে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে কারখানায় কর্মরত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন নেভাতে ব্যর্থ হলে আদমজী ফায়ার সার্ভিসকে সাহায্যের জন্য ফোন করে আনেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ১ ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন। কারখানার ম্যানেজার আরমান বলেন, ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না আপাতত।
অন্যদিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় আগুন লেগে বাসাবাড়ির ১৮টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, সকালে তেলিরচালা এলাকায় সাইফুল ইসলামের টিনশেডের একটি কক্ষে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন তার বাসার অন্যান্য কক্ষ ও পাশের হাসু খানের বাসাবাড়িতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।