দেশের বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ আটজন নিহত হয়েছেন। রবিবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর
কক্সবাজার : শাশুড়ি মারা যাওয়ার খবরে কক্সবাজার থেকে তাকে দেখতে যাচ্ছিলেন পূত্রবধূ আইরিন নিগার (৩৫) ও নাতি আরহাম (৬ মাস)। পথে চকরিয়ার হারবাং এলাকায় তাদের বহনকারী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে মারা যান আইরিন ও আরহাম। তারা আনোয়ারা উপজেলার নোমান রশিদের স্ত্রী ও ছেলে। বরিশাল : দুপুরে নগরীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে আদনান (১৯) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। ফরিদপুর : সালথার চৌরাঙ্গী মোড়ে গতকাল বিকালে মাহিন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে আসমা বেগম (৪০) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। রাজবাড়ী : দুপুরে পাংশায় বাইসাকেলকে ধাক্কা দিয়ে সাইফুর ইসলাম সাম্মু (৩৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শ্রীপুর (গাজীপুর) : রবিবার সন্ধ্যায় শ্রীপুরে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে নিহত হন মোটরসাইকেল চালক অনিক (২৫) ও আরোহী রিয়াদ (২২)। টঙ্গী (গাজীপুর) : টঙ্গীতে রবিবার রাতে অটোরিকশার ধাক্কায় সাদিয়া আক্তার (২৩) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।