বাগেরহাটের শরণখোলা উপজেলার পশ্চিমখাদা গ্রামে খাল থেকে গতকাল মোতালেব (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি খোন্তাকাটা গ্রামের ইউছুব শিকদরের ছেলে। তার দুই স্ত্রী ও তিন মেয়ে রয়েছে। পুলিশ জানায়, লাশ বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে মেহেরপুরে নিখোঁজের একদিন পর ভ্যানচালক আতিয়ারের লাশ মিলেছে কলাবাগানে। গাংনী উপজেলার ছাতিয়ান-বাদিয়পাড়া মাঠের একটি কলাবাগান থেকে গতকাল তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আতিয়ার (২৮) গাংনীর করমদি গ্রামের মাঠপাড়ার রহিদুল ইসলামের ছেলে। শনিবার আতিয়ার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।