বসন্তের বৃষ্টিতে নেত্রকোনার হাওর এলাকার জনমনে এসেছে স্বস্তি। গতকাল সকাল থেকে আকাশ মেঘলা থাকার পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। ধুলোবালিতে নাকাল নগরবাসীও খুশি এমন বৃষ্টিতে। আবহাওয়া অধিদপ্তর নেত্রকোনা কার্যালয়ের কর্মকর্তা মোহাম্মদ মামুন জানান, এই বৃষ্টি দু-এক দিন থাকতে পারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুজ্জামান জানান, এ সময়ের বৃষ্টি সব ফসলের জন্য উপকারী বিশেষ করে বোরো ধান চাষের জন্য।