পিরোজপুরের নাজিরপুর উপজেলায় টাকা ছিনতাইয়ের সময় সাইফুল ইসলাম চাঁন নামের এক ভুয়া পুলিশকে আটক করে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দিয়েছেন। নাজিরপুর উপজেলার বুইচাকাঠী এলাকায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার সাইফুল ইসলাম সদর উপজেলার পূর্ব জুজখোলা গ্রামের আবদুস সাত্তার মোল্লার ছেলে। নাজিরপুর থানার ওসি মাহামুদ আল ফরিদ ভুঁইয়া জানান, সাইফুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি পুলিশের জ্যাকেট ও একটি পিস্তলের খাপ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। স্থানীয়রা জানান, সাইফুল অনলাইনে একটি মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেন। বরিশালের নতুন বাজার এলাকার প্রশান্ত দাস তা কিনতে টেক্সটাইল এলাকায় আসেন। সাইফুলসহ তিনজন নিজেদের পুলিশ পরিচয় দিয়ে প্রশান্ত দাসের কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে চাইলে তিনি চিৎকার দেন।
তখন স্থানীয়রা এসে সাইফুলকে ধরে পুলিশে তুলে দেয়। পালিয়ে যান অন্য তিনজন।