গাজীপুরের টঙ্গীতে দেখা দিয়েছে চরম গ্যাস সংকট। গ্যাসের অভাবে বাসাবাড়িতে রান্না এবং কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। কয়েক মাস ধরে চলছে এ সংকট। ভুক্তভোগীদের অভিযোগ, গ্যাসের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই উল্লেখযোগ্য ভূমিকা। তিতাস গ্যাস টঙ্গী জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মেজবা-উর রহমান বলেন, লাইনে গ্যাসের চাপ কম থাকায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। গ্যাসের চাপ বাড়াতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিচ্ছিন্ন করা হচ্ছে সব অবৈধ সংযোগ। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
জানা যায়, টঙ্গীতে অনেক গ্রাহকের বৈধ লাইন থাকা সত্ত্বেও পাচ্ছেন না পর্যাপ্ত গ্যাস। এর মধ্যে উল্লেখযোগ্য এলাকাগুলো হলো- শিলমুন, মরকুন, তিস্তার গেট, আরিচপুর, বৌ-বাজার, পাগাড়, গোপালপুর, আউচপাড়া, গাজীপুরা-সাতাইশ, এরশাদ নগর। আউচপাড়ার গৃহিণী শামিমা আক্তার বলেন, দিনে একটুও গ্যাস পাই না।
রান্নাবান্না করতে চরম ভোগান্তিতে পড়তে হয়। বেশির ভাগ সময় মাটির চুলায় রান্না করি। কারখানায় অবৈধ লাইন থাকায় সাধারণ গ্রাহকরা গ্যাস পাচ্ছে না দাবি তার।